• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নেতাকর্মীদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম;
নেতাকর্মীদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ 
নেতাকর্মীদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ 

লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জামিন বাতিল করে জেলে প্রেরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে জেলা বিএনপি উদ্যোগে এ মিছিল হয়। পরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গোডাউন রোডস্থ এলাকার বাস ভবনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। .

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পশ্চিম) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এড. ফেরদৌস আহমেদ মানিক, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।.

বিএনপি নেতারা বলেন, গত ১৮ জুলাই জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করেছিলো পুলিশ। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়। অন্যদিকে কৃষকলীগ নেতা সজিবকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। অথচ, সেদিনের ওই ঘটনায় আসামী করা হয়েছে  বিএনপির নেতাকর্মীদের। পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা ওই মিথ্যা মামলায় সম্প্রতি জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাছিবুর রহমানসহ ২৭ জনকে কারাগারে পাঠায় আদালত। .

নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, এক দফা দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতন করে বন্ধ করা যাবে না। আওয়ামী লীগের পতন ছাড়া বিএনপির কর্মীরা রাজপথ ছাড়বে না। আরও বলেন, আগামীকালকের মধ্যে যদি কারাবন্দি নেতাদের মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।.

প্রসঙ্গত, পুলিশের দুইটি মামলায় ১০সেপ্টেম্বর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দীন সাবুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।.

এছাড়া লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করে আদালত।. .

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ